![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ আগামী শনিবার রাজধানীতে এশিয়া ইন্টারনেট সিম্পোজিয়ামের আয়োজন করেছে।
ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসিফিক ব্যুরোর সহযোগিতায় এ সম্মেলন পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেটের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
কর্মশালায় ইন্টারনেট সোসাইটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের চ্যাপ্টার ডেভেলপমেন্ট ম্যানেজার নাভিদ হক, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস অব বাংলাদেশের (অ্যামটব) সেক্রেটারি জেনারেল টি আই এম নুরুল কবির, গ্রামীণফোনের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেইন, এয়ারটেল বাংলাদেশের চীফ ইনফরমেশন অফিসার লুৎফর রহমান, ফাইবার অ্যাট হোমের চীফ স্ট্র্যাটেজি অফিসার সুমন আহমেদ সাবির ভিন্ন ভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিটিআরসি’র পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) লে. কর্ণেল মোহাম্মদ জুলফিকার, গ্রামীণফোনের হেড অফ ওয়্যারলেস ব্রডব্যান্ড সাব্বির হোসেইন, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. নোভা আহমেদ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম খান কর্মশালায় উপস্থিত থাকবেন।
কর্মশালায় সভাপতিত্ব করবেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি ড. সাব্বির আহমেদ। কর্মশালা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে।
– সংবাদ বিজ্ঞপ্তি থেকে তুহিন মাহমুদ