![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্রুত পাঠকদের কাছে খবর পৌঁছে দিতে গুগল অ্যাম্পে স্ন্যাপচ্যাট ও ইন্সটাগ্রামের মতো ‘স্টোরিজ’ ফিচার যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে প্রকাশকরা ছবি ও ভিডিওর মাধ্যমে তাদের কনটেন্ট দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে পারবে বলে দাবি করেছে গুগল।
ব্রডব্যান্ড ইন্টারনেট ও শক্তিশালী হার্ডওয়্যারের ফলে আজকাল লেখা পড়ার চেয়ে ছবি বা ভিডিও দেখার প্রতিই সবার আগ্রহ। স্ন্যাপচ্যাটে বা ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড করে যতো দ্রুত তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানো সম্ভব, শুধু লেখালেখির মাধ্যমে তা কখনোই সম্ভব নয়। ফলে আজ গণমাধ্যমগুলোও তাদের কনটেন্ট সবার কাছে পৌঁছে দিতে স্ন্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম স্টোরিজ বেছে নিচ্ছে।
মূলত ফোন ও ট্যাবলেটের জন্যই ফিচারটি যুক্ত করা হচ্ছে। গুগলের দাবি, টাচ ইন্টারফেইসের জন্য লেখার চেয়ে ফটো বা ভিডিও কনটেন্ট বেশি সুবিধাজনক। এর মাধ্যমে প্রকাশকরা তাদের কনটেন্টকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারবে বলে গুগলের দাবি।
অ্যাম্প স্টোরিজ নামক ফিচারটিতে ফুল স্ক্রিন জোড়া ছবি ও ভিডিও কনটেন্ট যুক্ত করা যাবে। ভবিষ্যতে পিসিতেও অ্যাম্প স্টোরিজ দেখা যাবে।
নতুন ফিচারটি ধীরে ধীরে সবার জন্য উন্মোচন করা হবে বলে জানিয়েছে গুগল।
গ্যাজেটসনাউ অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি