খুলনায় বিডিজবসের চাকরি মেলা

khulna-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : খুলনায় ১০ হাজারের বেশি চাকরি প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছ ‘বিডিজবস’ চাকরি মেলা। খুলনা শহরের ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয় সোমবার।

মেলায় ঢাকা ও খুলনার ৪০টি নিয়োগকারী কোম্পানির ৩০০টির বেশি খালি প্রার্থী নিয়োগ করা হবে।

bdjob-techshohor

Techshohor Youtube

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান। এ সময় সেখানে ছিলেন বিডিজবসের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ চৌধুরী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

মঙ্গলবার সারাদিন চাকরি প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী বুধবার।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন