![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উদ্যোক্তা হাট। উদ্যোক্তা হতে তরুণদের অণুপ্রাণিত করার লক্ষ্যে পঞ্চম বারের মতো বসবে এই আসর।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে ফেইসবুক ভিত্তিক ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ এই হাটের আয়োজন করেছে। এই হাটে তরুণ উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার প্রদর্শন ও বিক্রি করবে। এবার উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৫০টি ছোট ছোট উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সোমবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক সংবাদ সম্মলনের উদ্যোক্তা হাটের বিভিন্ন বিষয় তুলে ধরেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
তিনি বলেন, বাজারজ্ঞানের অভাব, আর্থিক খাতে প্রবেশগম্যতায় বাধা, মার্কেটিং দুর্বলতা, ভাষাজ্ঞানের দক্ষতার অভাবে নতুন উদ্যোক্তারা এগিয়ে যেতে পারে না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতেই বিডিওএসএনের উদ্যোগে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের এই আয়োজন।
উদ্যোক্তা হাটের আহ্বায়ক এম এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ জানান, অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।
ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে এই হাট খোলা থাকবে সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিডিভেঞ্চার লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, মোহাম্মদ আবুল খায়েরসহ আরো অনেকে।
এবারের হাটে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আইপে, বিডি ভেঞ্চার লিমিটেড, এক্সনহোস্ট, নানারকম ডটকম এবং মুভ।
মেলার সহযোগিতায় রয়েছে জিরো ডিগ্রি কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ই-কুরিয়ার, ব্র্যান্ডগিয়ার, জাগো নিউজ২৪ ডটকম, এনটিভি বিডি ডটকম এবং ল’ফতো।
এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই গ্রুপে।
তুসিন আহমেদ