উইন্টার অলিম্পিকের উদ্বোধনীতে সাইবার হামলা

olympic-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দক্ষিণ কোরিয়ার পিয়োংচ্যাংয়ে আয়োজিত উইন্টার অলিম্পিকের উদ্বোধনীর অনুষ্ঠানের সময় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা।

ইভেন্টটি শুরু হওয়ার আগে আগে অফিশিয়াল পিয়োংচ্যাং ২০১৮ ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়। এতে সাইটটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলে অনেকেই ওয়েবসাইটটি থেকে টিকিট প্রিন্ট করাতে পারেননি। এরপর প্রায় ১২ ঘণ্টা পর ওয়েবসাইটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এ সময় অলিম্পিক স্টেডিয়ামের ওয়াইফাইও কাজ করা বন্ধ করে দেয়। প্রেস সেন্টারে থাকা ইন্টারনেট সংযুক্ত টিভিও বন্ধ হয়ে যায়।

Techshohor Youtube

olympic-techshohor

উইন্টার অলিম্পিকের মুখপাত্র সাং বাইক জানান, হ্যাকিংয়ের এই ঘটনা কারা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন।

তবে অলিম্পিক কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় কোনো অংশগ্রহণকারীর তথ্য চুরি হয়নি।

ধারণা করা হচ্ছে, সাইবার হামলায় অলিম্পিক আয়োজকদের প্রায় ৩০০ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়।

দ্য গার্ডিয়ান অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন