প্রাক-আইপিওতে যাচ্ছে ইজেনারেশন

E-generation-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে এবার শেয়ারবাজারে প্রাক-আইপিওতে যাচ্ছে ইজেনারেশন।

আগামী মাস থেকেই প্রতিষ্ঠানটি আইপিওতে যাচ্ছে। এজন্য ইতোমধ্যে ইজেনারেশনের প্রাক-আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) আবেদনে অংশীদার হয়েছে ইউনাইটেড গ্রুপ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ইউনাইটেড গ্রুপের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ ও ইজেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

Techshohor Youtube

E-generation-techsohor

ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন,আমরা সম্প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে শেয়ার প্লেসমেন্টের কাজ শুরু করেছি, যা ব্যবসার কৌশলগত মানও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের কোম্পানি সচিব বি এইচ খান, ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির স্টক ট্রেডিং ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বদরুল আহসান, ইজেনারেশন গ্রুপের পক্ষে কোম্পানির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, পরিচালক রুমি এফ. আহসান উপস্থিত ছিলেন।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন