দেশের ইউটিউবারদের নিয়ে বই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বর্তমান অনেকেই ইউটিউবে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তাদের নিয়ে বই মেলায় প্রকাশিত হয়েছে ‘ইউটিউবার’ নামে একটি বই।

বইটিতে দেশের আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির, আসিফ বিন আজাদ, তামিম মৃধা, শামীম হাসান সরকার, রাবা খান, জেফার রহমানসহ ৩২ জন ইউটিউবারের উঠে আসার গল্প রয়েছে।

Techshohor Youtube

বইটি লিখেছেন নাজমুল হক ইমন। তিনি টেকশহর ডটকমকে জানান, দেশ সেরা এবং জনপ্রিয়তার দিকে এগিয়ে নতুন পুরানো ইউটিউবারদের নিয়েই বইটি সাজানো হয়েছে। বইটি পড়লে নতুন যারা ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করতে চান তারা কিছুটা ধারণা পাবেন। কিভাবে শুরু করতে হবে এবং এই খাতের চ্যালেঞ্জগুলো কী কী সে সম্পর্কেও জানতে পারবেন।

তিনি আরো বলেন, যদি বইটির ব্যাপারে ক্রেতাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় তাহলে আগামী বছর ইউটিউবার বইটির দ্বিতীয় খন্ড আনা হবে।

গ্রাফোসম্যান পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় ৩১৯-৩২০ নম্বরে স্টলে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন