![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি পণ্য প্রেমিদের জন্যে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট বাজারে নিয়ে এসেছে গোল্ডেন ফিল্ডের নতুন এলুমিনিয়াম গেমিং কেসিং।
গোল্ডেন ফিল্ড ৫৩০০ মডেলের এলুমিনিয়াম গেইমিং কেসটি ১৪০ এমএম/৩৬০ এমএম ওয়াটার কুলিং সিস্টেম সাপোর্টেড। এতে রয়েছে ১টি ইউএসবি ৩.০ এবং ২টি ইউএসবি ২.০, দুপাশেই রয়েছে ৪ মি.মি টেমর্পাড গ্লাস উইন্ডো ও বাকিটা তৈরি হয়েছে ২ মি. মি এরোমেটাল প্যানেলে।
ফুল টাওয়ার কেসিংটিতে ব্যবহার করা যাবে এটিএক্স, এমএটিএক্স, আইটিএক্স মাদারবোর্ড, ৩৬০ মি.মি গ্রাফিক্স কার্ড, ১৮০ মি.মি উচ্চতার সিপিইউ কুলার, ২টি ৩.৫ মি.মি হার্ডডিস্ক ও ২টি ২.৫ মি.মি এসএসডি।
ওয়াটার কুলার ছাড়াও কেসিংটিতে ৪০০ মি.মি পর্যন্ত গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে। কেসিংটির মূল্য মাত্র ১৮ হাজার টাকা।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি