![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘আইপে ফাল্গুনি উদ্যোক্তা হাট’।
ঢাকায় পঞ্চম বারের মতো এ আসড় বসছে। উদ্যোক্তা হতে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের আয়োজনে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
ধানমন্ডির ওমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন ভবনে এই মেলার আয়োজন করা হবে। উদ্যোক্তা হাটের আহবায়ক এম এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ জানান, অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।
অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম আইপে এবারের মেলার টাইটেল স্পন্সর। এবারের আয়োজনে মোট ৪২টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সংগঠনটির ফেসবুক গ্রুপে মেলার বিস্তারিত জানা যাবে।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি