![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নেদারল্যান্ডের ন্যাশনাল ট্যাক্স অফিসে ডিসস্ট্রিবিউটেট ড্যানিয়েল অব সার্ভিস (ডিডিওএস) নামে এক সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা।
ট্যাক্স অফিসের মুখপাত্র আন্দ্রে ক্যারেলস জানান, হ্যাকিংয়ের কারণে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত তাদের ওয়েবসাইট বন্ধ ছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সাপ্তাহিক ছুটির দিনে দেশটির শীর্ষ তিন ব্যাংকেও হামলা চালায় সাইবার অপরাধীরা। ব্যাংকগুলো হলো আইএনজি, এবিএন আমরো ও রোবোব্যাংক। গত সপ্তাহেও চারটি ব্যাংকে হামলা চালানো হয়। সব মিলিয়ে সাতটি ব্যাংক সাইবার হামলার শিকার হয়। এসময় ব্যাংকগুলোর অনলাইন লেনদেন সেবা বন্ধ ছিলো।
তবে ব্যাংকগুলোর দাবি, হামলাকারীরা গ্রাহকদের ব্যাংকিং ডিটেইলস ফাঁস করেনি।
ডিসস্ট্রিবিউটেট ড্যানিয়েল অব সার্ভিস (ডিডিওএস) হামলায় সাইবার অপরাধীরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে অনেক বেশি পরিমাণে ফাইল চেয়ে ওয়েবসাইটের সার্ভারে রিকুয়েস্ট পাঠায়। অতিরিক্ত পরিমাণ ট্রাফিক একই সময় সামলাতে না পেরে ওয়েবসাইটগুলো ডাউন হয়ে যায়।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি