![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উড়োজাহাজ শিল্পে নবায়নযোগ্য জ্বালানির জন্য বেশ বড় সুখবর দিল বোয়িং।
ব্যাটারিচালিত উড়োজাহাজ তৈরির মিছিলে যোগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং। কিউবার্গ নামক একটি স্টার্টআপের ছোট একটি অংশ কিনেও নিয়েছে তারা।
‘বোইং হরাইজন এস্ক’ প্রকল্পের আওতায় চুক্তিটি হয়েছে। বোয়িংয়ের এই প্রকল্পের কাজই হচ্ছে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্টআপদের সঙ্গে যুক্ত হওয়া।
চুক্তিটি মিলিয়ন ডলারে হয়েছে, তবে ঠিক কত খরচ করতে হয়েছে বোয়িংকে সেটি সম্পর্কে পরিষ্কার জানা যায়নি।
ব্যাটারিচালিত উড়োহাজের তৈরিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বর্তমান ব্যাটারিগুলোর ওজন। যা বর্তমান বিমানের মধ্যে ব্যবহার করার উপযোগী নয়। ঠিক এই বাধাটি কাটিয়ে উঠতেই কাজ করছে কিউবার্গ।
বোয়িংয়ের তরফ থেকে বলা হয়, স্টার্টআপটির ব্যাটারিগুলো সবচেয়ে বেশি এফিশিয়েন্ট এবং এগুলোর শক্তি ঘনত্ব বাজারের সবচেয়ে বেশি।
কিউবার্গ তাদের ব্যাটারির একটি প্রোটোটাইপ চলতি বছরের শেষের দিকে পরীক্ষা করবে বলে জানিয়েছে।
সিএনবিসি অবলম্বনে এম. রহমান।