![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দেখা মিলবে বেশ কিছু নতুন ফোনের।
তবে সে তালিকায় শাওমির পরের ফ্ল্যাগশিপ থাকার সম্ভাবনা নেই। বিশাল এই আয়োজনে বড় বড় নামের মধ্যে শাওমির নতুন ফোনের খবর চাপা পড়ে যেতে পারে, এ আশঙ্কায় কোম্পানিটি এরূপ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমডব্লিউসি এর কিছু সময় পর শাওমির পরের ফ্ল্যাগশিপ এমআই ৭ ঘোষণা করা হবে।
তবে এ ব্যাপারে সঠিক কোনো সূত্র থেকে কিছু জানা যায়নি। নির্মাতা শাওমিও কিছু জানায়নি। পূর্বে পাওয়া সংবাদ অনুযায়ী, এবারের এমডব্লিউসিতেই শাওমি এমআই৭ এর উন্মোচেনর কথা রয়েছে।
মোবাইল ওয়ার্লড কংগ্রেসে শুধু শাওমি নয়, চীনা নির্মাতা হুয়াওয়েও ফ্ল্যাগশিপ ফোন ঘোষণা দেয়া থেকে বিরত থাকবে। এই ইভেন্টে তাদেরও পরবর্তী ফ্ল্যাগশিপ ঘোষণার কথা ছিল।
তাইওয়ানের ফোন নির্মাতা এইচটিসিও এবারের ইভেন্টে নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার নির্মাতা এলজি জি৭ এর ঘোষণাও শেষ মুহূর্তে বাদ দিয়েছেন তারা। তাদের ভাষ্যমতে, যথাসময় ফোনটির ঘোষণা দেয়া হবে।
এভাবে চলতে থাকলে এমডব্লিউসিতে নতুন ফ্ল্যাগশিপের সংখ্যা বেশ কমে যাবে। তবে ইভেন্টটি শুরু হবার আগে কিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি