Header Top

এসারের ক্রোম ওএস চালিত ট্যাবলেট

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে অবস্থান হারাতে থাকায় অনেক প্রতিষ্ঠান  ট্যাবলেট তৈরিতে ইস্তফা দিয়েছে।

গুগল নিজ থেকেও আর ট্যাবলেট তৈরিতে মনোযোগী নয়। সর্বশেষ ২০১৫ সালে ট্যাবলেট বাজারে এনছিল গুগল।তখন অবশ্য এমন গুঞ্জন শুরু হয়েছিল ভবিষ্যতের ট্যাবলেটে ক্রোম ওএস ব্যবহারের ওপর গুরুত্ব দেবে গুগল।

সেদিকে গুগল আর না এগোলেও এবার নির্মাতা এসার একটি ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে।

ট্যাবলেটে কী রয়েছে, মূল্য কত বা কবে নাগাদ বাজারে আসবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। শুধুমাত্র একটি ছবিতে দেখা গেছে এসারের লোগো সম্বলিত ট্যাবলেটে ক্রোম ওএস ইন্টারফেস দেখা যাচ্ছে।

ট্যাবলেটের জন্য ক্রোম ওএস অ্যান্ড্রয়েডের চাইতে বেশী কার্যকরী। ট্যাবলেটের মূল কাজ ব্রাউজিং, ভিডিও দেখা ও মাল্টিটাস্কিং সবগুলো ক্ষেত্রেই অ্যান্ড্রয়েডের চেয়ে ক্রোম ওএস অনেক বেশী এগিয়ে রয়েছে। ক্রোম ওএস এ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুবিধা যুক্ত করার ফলে অ্যাপের অভাবও আজ নেই।

ডিভাইসটি গুগলের মে মাসের আইও অনুষ্ঠানে দেখানো হতে পারে। স্ক্রিনের সাইজ ৮ থেকে ৯ ইঞ্চি হতে পারে, তবে অন্যান্য কনফিগারেশনের ব্যাপারে কিছু জানা যায়নি।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন