সবচেয়ে বেশি নকল স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ!

samsung_s7_water_techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনের চীনা ক্লোন প্রায় সবাই দেখেছেন।

বিশেষ করে নিখুঁত কপি ফোন কিনে প্রতারিত হওয়ার ঘটনাও বহুল।

সম্প্রতি আনটুটু বেঞ্চমার্ক তাদের অ্যাপ ব্যবহার করা ১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৭শ ২৬টি ডিভাইসের মাঝে ক্লোন ডিভাইসের পরিমাণের একটি তালিকা প্রকাশ করেছে। এতে সবার ওপরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ও এস৭।

Techshohor Youtube

এছাড়াও, স্যামসাং ডব্লিউ সিরিজের ফ্লিপ ফোনের নকলও বাজারে বড় একটি স্থান দখল করে রেখেছে; রয়েছে আইফোনের ক্লোনও। জনপ্রিয় ক্লোনের তালিকায় ওয়ানপ্লাস থ্রি-টি ও শাওমি এমআই৫ এর মতো জনপ্রিয় বাজেট ফ্ল্যাগশিপও রয়েছে।

ফোন কেনার সময় অবশ্যই সেটি আসল কিনা পরীক্ষা করে দেখা উচিৎ। ফোন যাচাই বাছাই করার ক্ষেত্রে আনটুটুর নিজস্ব আনটুটু অফিসার অ্যাপ অথবা শাওমি ফোনের জন্য মি অথেন্টিকেটর ব্যবহার করা যেতে পারে।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন