লেনোভো আইডিয়াপ্যাড ৩২০ এনেছে গ্লোবাল ব্র্যান্ড

Lenevo-IdeaPad-320-techshohor1

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট বাজারে এনেছে লেনোভো আইডিয়াপ্যাড ৩২০ ল্যাপটপ।

ল্যাপটপটিতে রয়েছে এ্যাডভান্সড গ্রাফিক্স, ডিইউরেবিলিটি ও এ্যাক্সটেন্সিভ স্টোরেজ।

অষ্টম প্রজন্মের আই৭ ৮৫৫০ইউ ল্যাপটপটিতে আছে ৪ জিবি র‌্যাম ও ১ টেরাবাইট এইচডিডি।

Techshohor Youtube

Lenevo-IdeaPad-320-techshohor

এছাড়াও, এতে রয়েছে ২ জিবি এএমডি ৫৩০ গ্রাফিক্স এবং ১৫ দশমিক ৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। প্লাটিনাম গ্রে রঙের আইডিয়াপ্যাডটির মূল্য মাত্র ৫৯ হাজার ৯৯৯ টাকা।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন