![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনে গুগল সার্চের মাধ্যমে আরও দ্রুত গতিতে ফলাফল প্রদর্শনের জন্য স্পিড আপডেট নামে একটি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।
এর ফলে যে পেইজগুলো মোবাইলে লোড হতে বেশি সময় নেয় সেগুলো গুগল সার্চের ফলাফলের তালিকার নিচের দিকে থাকবে।
ফিচারটি চালু করা হবে চলতি বছরের ১৮ জুলাই থেকে। এই সুবিধা ডেক্সটপে অনেক আগে থেকে থাকলেও মোবাইলের জন্য এই ফিচার এবারই প্রথম।
যদি একটি পেইজের মান ও কনটেন্ট ভালো হয় তাহলে পেইজ লোড হতে দেরি হলেও এর ফলাফল সার্চ তালিকার নিচের দিকের প্রদর্শন করবে না গুগল।
এই ফিচারের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় থাকা ডেভেলপারদেরকে লাইটহাউজ, পেইজস্পিড ইনসাইটস ও ক্রোম ইউজার এক্সপেরিয়েন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছে গুগল।
অ্যান্ড্রয়েড সেন্ট্রাল অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি