Maintance

গুগলের ভিন্ন ৩ ব্যবহার

প্রকাশঃ ১১:৪২ পূর্বাহ্ন, এপ্রিল ৭, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ন, এপ্রিল ৭, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্য খোঁজা ছাড়াও সার্চ জায়ান্ট গুগলের বহুবিধ ব্যবহার রয়েছে। অনলাইনে গুগল খোলা থাকলে এর মাধ্যমেই সেরে নেওয়া যাবে অনেক কাজ। এসব অজানা ফিচারের ব্যবহার জানা থাকলে অন্য কোনো টুলসের সহায়তা লাগবে না।

গুগলের ব্যতিক্রমি তিন ব্যবহার নিয়ে এ টিউটোরিয়াল।

রেস্টুরেন্ট খুঁজে বের করা
নতুন এলাকায় গিয়ে ভালো মানের খাবার রেস্টুরেন্ট খুঁজছেন? চিন্তা নেই গুগল ব্যবহার করে রেস্টুরেন্টের নাম ও অবস্থান জানা যাবে।

ধরুণ আপনি যদি মিরপুরে অবস্থিত সকল রেস্টুরেন্ট খুঁজে বের করতে চান। তাহলে সেটিও খুব সহজে বের করা সম্ভব।

1

Symphony 2018

এ জন্য প্রথমে এ ঠিকানায় যেতে হবে।

এবার সার্চের ঘরে restaurant এবং ঠিক পাশে লোকেশন লেখার ঘর রয়েছে। সেখানে Mirpur, Dhaka, Bangladesh লিখে সার্চ করুন। তাহলে মিরপুরে অবস্থিত সব রেস্টুরেন্টের তথ্য পেয়ে যাবেন।

ফোন নম্বর ব্যবহার করে ব্যক্তির নাম জানা
অনেক সময় দেখা যায় ফোন নম্বর থাকলেও তা কার সেটি আর মনে নেই। এ ক্ষেত্রেও গুগল সহায়তা করতে পারে।

এ জন্য ফোন নম্বরটির আগে শুধু এরিয়া কোড যোগ করে গুগলে সার্চ করতে হবে। তাহলে ওই নম্বরধারী ব্যক্তির নাম ও ঠিকানা জানা যেতে পারে।

উড়োজাহাজের ফ্লাইট শিডিউল এবং মালপত্র খোঁজা
গুগলের মাধ্যমে যে কোনো ফ্লাইটের বর্তমান অবস্থান সম্পর্কে জানা যাবে। সার্চ বক্সে প্লেন এবং ফ্লাইট নম্বার দিয়ে সার্চ করে এ তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো মালপত্রের অবস্থান সর্ম্পকে জানা যাবে গুগল ব্যবহার করে। তবে সে ক্ষেত্রে UPS, FedEx, DHL অথবা USPS এর ট্রাকিং নম্বর লিখে সার্চ দিতে হবে।

*

*

Related posts/