Maintance

কোথায় ভ্রমণ করেছেন গুগল থেকে জানবেন যেভাবে

প্রকাশঃ ১১:৪৫ পূর্বাহ্ন, নভেম্বর ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ন, নভেম্বর ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিভিন্ন কাজে বা ভ্রমণের উদ্দেশে আমরা অনেক জায়গায় গিয়ে থাকি। অনেকদিন পরে যদি মনে করতে যাই গত বছর কোথায় গিয়েছিলাম তা অনেকেই ভুলে যেতে হয়।

তবে প্রযুক্তি জাযান্ট গুগল তা ভোলে না। নতুন জায়গা খুঁজতে ফোনে যতবার জিপিএস প্রযুক্তি ব‍্যবহার করেছেন তা হিসাবে রেখে দেয় গুগল।

গুগল ম্যাপের সাহায্যে যত জায়গায় গিয়েছেন, গুগল তার সবগুলোই একেবারে ঘণ্টা, মিনিটসহ সংরক্ষণ করে। আপনি চাইলে যেকোন সময় তা দেখে নিতে পারেন। কিভাবে কোথায় ভ্রমণ করতে যা কিভাবে গুগল থেকে জানবেন এমন হিস্ট্রি তা টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে জিমেইলে লগইন করে এই ঠিকানায় https://myactivity.google.com/myactivity যেতে হবে।

Symphony 2018

এরপর সেখানে অবস্থিত ‘Location History’ সেকশনের থাকা Manage Activity-তে ক্লিক করতে হবে।

তারপর মানচিত্রের উপর লাল লাল বিন্দুর মাধ্যমে ব‍্যবহারকারীর অবস্থান সম্পর্কে জানা যাবে। এখান থেকে আপনি কোন কোন স্থানে সবচেয়ে বেশি ভ্রমণ করেছেন তা জানতে পারবেন।

এছাড়া উপরে থাকা টাইমলাইনের উপর ক্লিক করলে কোন দিনে কোথায় গিয়েছেন সেটিও জানা যাবে।

তুসিন আহমেদ

*

*

Related posts/