Maintance

ইউটিউবে সহজেই লাইভ ভিডিও খুঁজে বের করা

প্রকাশঃ ১২:০১ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাতীয় ক্রিকেট দলের খেলা থাকলে অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখতে চান অনেকেই। বিশেষ করে অফিসে বা যাত্রা পথে আশেপাশে টিভি না থাকায় ভরসা ইউটিউব। তবে লাইভ ভিডিও স্ট্রিমিং খুঁজে পেতে ঝামেলায় হয় অনেকেরই। চাইলে গুগলে খুব সহজেই সার্চ করে লাইভ স্ট্রিমিং ভিডিওগুলো খুঁজে পাওয়া যায়।

যেভাবে কাজটি করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।

প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে যে বিষয়ক সার্চ করতে চান সেটি লিখতে হবে। ধরুণ আপনি লাইভ খেলা বা চলমান কোনো সংবাদের ভিডিও দেখতে চাইলে স্পোর্টস বা নিউজ লিখে সার্চ দিলেন।

1

এরপর অনেকগুলো ভিডিও প্রদর্শিত হবে।

সার্চ বক্সের নিচ থেকে ‘Filters’-এ ক্লিক করতে হবে। তাহলে অনেকগুলো অপশন প্রদর্শিত হবে।

Symphony 2018

2

এতে নানা অপশন পাওয়া যাবে। আপনি কি ধরনের ভিডিও দেখতে চান, কোন সময়ে মধ্যকার ভিডিও দেখতে চান, ভিডিওয়ের রেজ্যুলেশন কেমন হবে ইত্যাদি অনেকগুলো অপশন আসবে।

3

সেখান থেকে ‘features’ থেকে ‘live’-এ ক্লিক করতে হবে। তাহলে যে সব ইউটিউবে চ্যানেলে আপনার সার্চ দেওয়ার বিষয়ে লাইভ ভিডিও দেখাচ্ছে তা প্রদর্শিত হবে।

সেখান থেকে পছন্দমত ভিডিওটিতে ক্লিক করে লাইভ দেখা যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/