Maintance

ইউটিউবে সাবস্ক্রাইব বাটন ও ভিডিও লিঙ্ক যুক্ত করবেন যেভাবে

প্রকাশঃ ১২:৪৭ অপরাহ্ন, এপ্রিল ১১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ন, এপ্রিল ১১, ২০১৭

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউটিউবে অনেক ভিডিও চলাকালীন সময়েই অন্য ভিডিওর লিঙ্ক ছবি আকারে এবং শেষে সাবস্ক্রাইব বাটন প্রদর্শিত হয়। অনেকেই এটি করতে চান। কিন্তু পারেন না।

তবে এই কাজটি করার জন্য আদালা কোনো ভিডিও এডিটিংয়ের দরকার নেই। ইউটিউবের মাধ্যমেই কাজটি করে নেওয়া যাবে। কিভাবে কাজটি করতে হবে সেটিই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে ইউটিউব চ্যানেলে আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

তারপর চ্যানেলে গিয়ে ‘video manager’ এ  ক্লিক করতে হতে হবে। তাহলে ইউটিউব চ্যানেলে থাকা ভিডিওগুলো প্রদর্শিত হবে।

youtube-techshohor (1)

এরপর ভিডিও নিচে থাকে ‘edit’ অপশনে পাশে অ্যারো আইকনে ক্লিক করলে একটি মেনু প্রদর্শিত হবে। সেখান থেকে ‘end screen and annotations’ ক্লিক করতে হবে।

youtube-techshohor (2)

তাহলে ভিডিওতে কখন আপনি অন্য কোনো ভিডিও লিঙ্ক বা চ্যানেল সাবস্ক্রাইবের লিঙ্ক যুক্ত করতে চান সে অপশনগুলো দেখাবে।

Symphony 2018

youtube-techshohor (3)

উপর থেকে ‘use template’ এ ক্লিক করতে হবে। তাহলে অনেকগুলো থিম দেখাবে সেখান থেকে আপনার পছন্দের থিম নির্বাচন করতে হবে।

থিম নিবার্চন করা হয়ে গেলে তা দেখতে কেমন হয় তা প্রিভিও দেখা যাবে। চাইলে সেখান থেকে থাম্বানাইলের স্থান পরিবর্তন ও ছোট বড় করা যাবে।

youtube-techshohor (4)

ভিডিওয়ের থাম্বানাইলে থাকা ভিডিও পরিবর্তন করতে হলে পাশে ‘video’ অপশনের এডিটিং আইকনে ক্লিক করে ভিডিওটি নির্ধারণ করে দিতে হবে।

নিচে রয়েছে টাইম লাইন। ভিডিও চলাকালীন সময়ে কখন সাবস্ক্রাইব বাটন বা ভিডিওয়ে সাবস্ক্রাইব প্রদর্শিত হবে তা নির্বাচন করে নেওয়া যাবে।

সর্বশেষ সেইভ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: 

*

*

Related posts/