Maintance

নকিয়া ফোনের গোপন কোড জেনে নিন

প্রকাশঃ ৮:৪৭ অপরাহ্ন, জানুয়ারি ৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ন, জানুয়ারি ১০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নকিয়া ফোনের বিভিন্ন তথ্য দেখার জন্য রয়েছে কিছু গোপন কোড নম্বর। এই কোড নম্বর থেকে জানা যায় আইএমই নম্বর, মোবাইলের সফটওয়্যার সংস্করণসহ বিভিন্ন তথ্য। এমন কি কোড ব্যবহার করে মেমরি ফরম্যাট করা যায়।

যেসব কোড ব্যবহার করে এসব তথ্য জানা যায়, তাই থাকছে এ টিউটোরিয়ালে।

nokia-secret-codes_techshohor

১. ফ্যাক্টরি সেটিং রিস্টোর করার জন্য *#7780# প্রেস করতে হবে।

২. হ্যান্ডসেটটি তৈরির তারিখ দেখার জন্য *#3283# প্রেস করতে হবে।

Symphony 2018

৩. উৎপাদন (প্রোডাকশন) নাম্বার দেখার জন্য *#7760# প্রেস করতে হবে।

৪. মোবাইলের আইএমই (IME) নাম্বার দেখার জন্য *#06# প্রেস করতে হবে।

৫. মোবাইলের সফটওয়্যার সংস্করণ দেখার জন্য *#0000# প্রেস করতে হবে।

৬. কল ওয়েটিং অপশন চালু আছে কিনা দেখার জন্য *#43# প্রেস করতে হবে।

৭. মোবাইলের মেমরী ফরম্যাট করার জন্য *#7370# প্রেস করতে হবে।

৮. জিপিআরএস এবং ইমেইল সেটিংস মুছে ফেলুন ফেলার জন্য *#335738# প্রেস করতে হবে।

*

*

Related posts/