Maintance

ফটোশপ সিএস ৬ : ইমেজ রিটাচ তৃতীয় পর্ব

প্রকাশঃ ৮:০০ অপরাহ্ন, ডিসেম্বর ২৯, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ন, ডিসেম্বর ২৯, ২০১৩

হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবিতে অনেক সময় অনাকাংখিত দাগ থেকে যায়। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ছবিতে মুখের দাগ দূর করাসহ অন্যান্য দাগ দূর করতে ফটোশপ ব্যবহার করা হয়, যা ছবিকে আরও প্রাঞ্জল করে তোলে। যে কোনো ছবির মুখের দাগ দূর করা যাবে এ টিউটোরিয়ালগুলো অনুশীলন করলে।

Symphony 2018

ইমেজ রিটাচ বা পোর্ট্রেইট ছবির এডিট করার জন্য অনেকগুলো টুলস রয়েছে ফটোশপে। স্পট হিলিং ব্রাশ টুল ছাড়াও আরো কিছু টুলস রয়েছে যা দিয়ে মুখের দাগ রিমুভ করা যায়। ইমেজ রিটাচের এই প্রজেক্টে সবগুলো রিটাচ টুলস নিয়েই আলোচনা করা হয়েছে।

*

*

Related posts/