Maintance

পাওয়ার বাটন দিয়ে কল কাটবেন যেভাবে

প্রকাশঃ ১:৫১ অপরাহ্ন, মার্চ ৮, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ন, মার্চ ৮, ২০১৫

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিল : নতুন ধরনের ফিচার এবং অ্যাপসের সহজলভ্যতার কারণে প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। এ কারণে অনেকেই কিনছেন এ অপারেটিং সিস্টেমের ফোন। তবে নতুন সব ফিচার সম্পর্কে জানা নেই অনেকের। ফলে অ্যান্ড্রয়েডের অনেক চমৎকার ফিচার উপভোগ করতে পারেন না তারা।

নতুন একটি ফিচারের কথা জানাতে এ টিউটোরিয়াল। বাসে কিংবা ভিড়ের মধ্যে অনেক সময় ফোন আসে। তখন হয়ত সেটি বের করাও সম্ভব নয়। আবার বাজতে থাকলে তা অনেকক্ষেত্রে শোভনও দেখায় না। এমন ক্ষেত্রে শুধু পাওয়ার বাটন চেপে কল কাটা গেলে মন্দ হবে না।

এটিও করা সম্ভব। এ ফিচার ডিফল্টভাবে দেয়া থাকে না। কিভাবে পাওয়ার বাটনের মাধ্যমে কল কেটে দেয়ার অপশনটি যুক্ত করতে হয় তা তুলে ধরা হলো এখানে।

1

প্রথমে ফোনটির সেটিংস অপশনে যেতে হবে।

Symphony 2018

সেটিংস থেকে ‘Accessibility’ তে প্রবেশ করুন।

তাহলে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে ক্রল করে ‘Power button ends’ অপশটিতে গিয়ে তা টিক চিহ্ন দিয়ে দিন।

2

তাহলেই কাজ শেষ। এখন পাওয়ার বাটনের মাধ্যমেই কল কেটে দেওয়া যাবে। সাধারণ পাওয়ার বাটনে স্ক্রিন অফ হবে। তবে ফোন বন্ধ হবে না।

এ ফিচার চালু হওয়ার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন অফ করার পাশাপাশি কল কেটে দেওয়াও যাবে।

আরও পড়ুন

*

*

Related posts/