HP Banner
Maintance

ফটোশপ সিএস ৬ : কালার ব্যালেন্স

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৩, ০১:৫৬ - আপডেটঃ ডিসেম্বর ৪, ২০১৩, ০১:৫৬

color balance_techshohor
Symphony 2018

হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইমেজের কালার কারেকশন সব সময় প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় ছবিতে রেডিশ একটা ভাব বেশি পরিমাণে থাকে। অথবা ছবিতে ডার্ক অংশ বেশি থাকায় তা কালো দেখায়। ফটোশপ সিএস ৬ এর কালার ব্যালেন্স টুলের সাহায্যে ছবির এসব অসঙ্গতি ঠিক করা যায়।

তবে কালার ব্যালেন্সের (Color Balance) সঠিক ব্যবহার হয়ত একদিনেই সম্ভব হবে না। সব ধরনের কালার কারেকশনে ধীরে ধীরে অভিজ্ঞ হতে হবে। শুরুতে সঠিক কালার কারেকশন করা নাও যেতে পারে। তাই প্রচুর চর্চা করতে হবে। ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়ালের ১৮তম পর্বে কালার ব্যালেন্স নিয়ে ধারণা পাবেন।

এ টুলটি লেয়ার ইফেক্ট ছাড়াও আরও একটি লেয়ার ইফেক্ট নিয়ে এই পর্বে আলোচনা করা হয়েছে। সেটারও কাজ একই বলা যায়। সকল টুলস সম্পর্কে ধারণা রাখতে এ টিউটোরিয়ালগুলো কাজে দেবে।

*

*

সর্বাধিক পঠিত