Maintance

স্মার্টফোনে ডাউনলোডে স্বস্তি দেবে অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রকাশঃ ১০:৫৩ অপরাহ্ন, নভেম্বর ২৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৮ পূর্বাহ্ন, নভেম্বর ২৬, ২০১৩

হাসান যোবায়ের, টেকশহর কাউন্সিলরঃ কম্পিউটারের জন্য ডাউনলোড ম্যানেজার হিসেবে প্রায় সবাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম ব্যবহার করে থাকে। মোবাইল ফোনের জন্যেও কম্পিউটারের মত একটি ডাউনলোড ম্যানেজার দরকার হয়ে থাকে। আর যদি হয় সেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন তাহলে কথাই নেই। এ ধরনের স্মার্টফোনের জন্য একটি প্রয়োজনীয় অ্যাপ অ্যান্ড্রয়েড ডাউনলোড ম্যানেজার।

 

android-download-manager_techshohor

ডাউনলোড ম্যানেজারের (Download Manager for Android) আকর্ষনীয় সব ফিচারঃ

Symphony 2018
 • ফ্রি ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপস যা দিয়ে সকল ধরনের ভিডিওসহ সব ধরনের ফাইল ডাউনলোড করা যায়।
 • APK, RAR, ZIP, MP3, DOC, XLS ফরম্যাটসহ সকল ফাইল ডাউনলোড করা যায়।
 • সকল ধরণের ডিফল্ট ডাউনলোড এর জন্য এ অ্যাপ কাজে দিবে।
 • সিম্পল এবং সুন্দর ইউজার ইন্টারফেস।
 • ভয়েস সার্চ করার সুবিধা।
 • হিস্টরি থেকে এড্রেসবারে অটো সাজেসন প্রদশর্ন।
 • জাভা স্ক্রিপ্ট সাপোর্ট।
 • HTML 5 ভাষা সাপোর্ট।
 • ব্রাউজিং স্পীডও বাড়িয়ে দেয়!
 • রিজিউম ডাউনলোড সাপোর্ট।
 • লাইভ ডাউনলোড ইনডিকেটর।
 • ফাইল নেম ঠিক করে ডাউনলোড করার সুবিধা।
 • ডাউনলোড করা ফাইল ওপেন করা যায় এ অ্যাপ থেকে।
 • পজ, রিজিউম অথবা ক্যানসেল করার সুবিধাও রয়েছে।
 • ডাউনলোড করার সময় ফাইলগুলো কয়েকভাগে ভাগ হয়ে ডাউনলোড হয় ফলে ডাউনলোড স্পিড অনেক বেশি পাওয়া যায়।
  ব্রাউজারের ডাউনলোড লিঙ্কে ক্লিক করেই ডাউনলোড, বা মেইলের লিঙ্কে ক্লিক করে অথবা ম্যানুয়ালি URL যুক্ত করেও ডাউনলোড করা যাবে।
 • কোন কারণে রিজিউম সাপোর্টেড ডাউনলোড লিঙ্ক ডাউনলোড করার সময় যদি নেট চলে যায় তাহলে নেট পাওয়ার পর অটো আবার ডাউনলোড শুরু হবে।
 • অনেক বড় বড় ফাইল ডাউনলোড করা যায়। সেটা ২ জিবির উপরেও হতে পারে!
 • ওয়াই ফাই সাপোর্ট রয়েছে।
 • সোস্যাল নেটওয়ার্কেও টেক্সট, লিঙ্ক শেয়ার করা যাবে এই অ্যাপস থেকেই।
 • এ ছাড়া আরও অনেক ফিচার রয়েছে।

 

 

ডাউনলোড

মাত্র ২ মেগাবাইটের ফ্রি এ অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করা যাবে এখানে।

*

*

Related posts/