Maintance

নির্দিষ্ট সময় থেকে ইউটিউব ভিডিও দেখার পদ্ধতি

প্রকাশঃ ১২:৩০ অপরাহ্ন, মে ১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ন, মে ১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে ভিডিও শেয়ারিং ও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। এতে ভিডিও যেমন আপলোড করা যায়, তেমনি অন্যদের ভিডিও দেখাও যায়। অনেক কাজের ভিড়ে ইউটিউবে একটি ভিডিও দেখা জরুরি কিন্তু পুরোটা দেখার সময় নেই। তখন উপায়।

এমন পরিস্থিতির সহজ সমাধানও আছে। স্ক্রলবার টেনে নির্দিষ্ট সময় থেকে দেখতে গেলে অনেক সময় ভিডিওটি হ্যাং হয়ে যায়। কিংবা তা চালু হতে অনেক সময় লাগে। এমন বিড়ম্বনা এড়াতে নির্দিষ্ট সময় থেকে ভিডিওটি দেখার পদ্ধতি তুলে ধরা হলো এ টিউটোরিয়ালে।

প্রথমে ইউটিউবে যে ভিডিওটি দেখতে চান সে লিংকে যেতে হবে।

Symphony 2018

youtube_techshohor

 

তারপর ভিডিও লিংকের শেষে #t= 1m2s লিখতে হবে। অর্থাৎ 1m মানে হলে এক মিনিট এবং 2s মানে হল দুই সেকেন্ড। এরপর এন্টার দিতে হবে। তাহলে এক মিনিট দুই সেকেন্ড থেকে ভিডিওটি শুরু হবে। = এর পরে প্রয়োজন মতো সময় যুক্ত করে ভিডিওটি দেখা যাবে।

এ ছাড়া ভিডিও এর ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে copy video url at current time এ ক্লিক করলে চলতি সময় সহ ভিডিওটির লিংক বোর্ড কপি হবে।

*

*

Related posts/