Maintance

ফেইসবুকে টিজ করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে বিটিআরসি

প্রকাশঃ ২:৩৫ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৪

আল আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুকে টিজিং করলে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ছাড়া ফেইসবুক পেইজ নকল করা, অশ্লীল ছবি আপলোড করাসহ অনৈতিক অভিযোগ পেলে বিটিআরসি তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে।

বিটিআরসির পরিচালক মো. সরওয়ার আলম টেকশহরডটকমকে জানান, ফেইসবুকে টিজিং, পেইজ নকল ও অশ্লীলতার বিরুদ্ধে কমিশন প্রক্রিয়াগতভাবে ব্যবস্থা নিয়ে থাকে। কেউ তথ্য প্রমাণসহ অভিযোগ করলে ২৪ ঘন্টার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়।

ওই কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সেই পেইজ বা আইডিটি বন্ধ করতে প্রথমে তা সরাসরি ফেইসবুক কর্তপক্ষকে জানানো হয়। এরপর আইনগত ব্যবস্থা নিতে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারকে অবহিত করা হয়।

btrc, techshohor

Symphony 2018

সম্প্রতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ -এর নামে নকল ওয়েব পেইজ খুলে তাতে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে  আব্দুল মালেক সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগেও ফেইসবুকে অশ্লীল মন্তব্য করা, হুমকি দেওয়াসহ বিভিন্ন সাইবার অপরাধে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এখন থেকে বিটিআরসিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করবে। কমিশনকে ফোনে বা ই-মেইলে অভিযোগ জানানো যাবে। কমিশনের এ উদ্যোগকে অনেকেই ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

এর আগে কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফিল্টারিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে একটি প্রকল্প হাতে নিলেও সেটির কাজ এখনও শুরু করতে পারেনি। তবে পরিচালক সারওয়ার ফেইসবুকের অশ্লীল কনটেন্ট সড়িয়ে নিতে বা ব্লক করে দিতে ফিল্টারিং প্রকল্পটির কাজ শিগগির শুরুর কথা জানান।

*

*

Related posts/