Maintance

গ্রাহকের অতিরিক্ত সিম বন্ধ জানুয়ারি হতে

প্রকাশঃ ১:৫৯ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ন, ডিসেম্বর ৫, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একজনের ১৫টির অতিরিক্ত সিম ২০১৮ সালের জানুয়ারি হতে বন্ধ করে দেয়া হচ্ছে।

গ্রাহকদের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সীমার অতিরিক্ত সিম নিস্ক্রিয় করে ফেলতে বলা হয়েছে।

মঙ্গলবার এক নোটিশে বিটিআরসি জানায়, ১৫টির অতিরিক্ত সিম অবৈধ বলে ধরা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই অতিরিক্ত সিম নিস্ক্রিয় না করা হলে অপারেটরের মাধ্যমে বিটিআরসি নিজেই তা বন্ধ করে দেবে। এক্ষেত্রে গ্রাহকের যেকোনো সিম বন্ধ হয়ে যেতে পারে।

sim_cards-techshohor

গ্রাহক এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদ-যে আইডিতে সিম নিবন্ধন করেছেন সেই আইডির নম্বরের শেষ চার ডিজিট লিখে ১৬০০১ নম্বরে এসএমএস করলে নিজের নামে কতটি সিম রয়েছে তা জানতে পারবেন। এছাড়া ১৬০০১ নম্বরে ডায়াল করে আইডি নম্বরের শেষ চার ডিজিট দিয়েও সিম সংখ্যা জানা যাবে।

চলতি বছরের অক্টোবরে একজন গ্রাহকের বা একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টি সিমের সীমা নির্ধারণ করা হয়। এতে পোস্টপেইড বা প্রিপেইড বলে আলাদা কিছু নেই । যেকোনো সিম এবং সব অপারেটর মিলিয়েই ১৫টি গোনা হচ্ছে। ২৪ অক্টোবর অপারেটরগুলোকে এ বিষয়ে নির্দেশনাও পাঠিয়ে দেয় বিটিআরসি।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/