Maintance

বৃষ্টিতে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত

প্রকাশঃ ৮:৩৯ অপরাহ্ন, অক্টোবর ২১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৫ অপরাহ্ন, অক্টোবর ২২, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বঙ্গোপসাগারে নিম্নচাপে টানা প্রায় তিন দিনের বৃষ্টিতে মোবাইল ফোন অপারেটরগুলোর টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে।

অপারেটরগুলোর দিকে থেকে গ্রাহকদেরকে এসএমএস দিয়েও সেবা বিঘ্নিত হওয়ার খবর জানানো হয়েছে।

শনিবার বিকালে গ্রাহকদেরকে এমন এসএমএস পাঠিয়েছে বাংলালিংক। তারা বলছে, ‘দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে।’

এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গ্রামীণফোনেরও সেবার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে নিশ্চিত করেছে অপারেটরটির এক শীর্ষ কর্মকর্তা।

‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক খুবই স্পর্শকাতর হয়ে থাকে। আবহাওয়া একটু এদিক ওদিক হলেই নেটওয়ার্কের ওপর তার প্রভাব পড়ে।’ বলছিলেন ওই কর্মকর্তা।

সংশ্লিষ্টরা বলছেন, ভয়েস কল এবং এসএমএসের তুলনায় ডেটা ব্যবহারের ক্ষেত্রে বেশিই সমস্যা হয়েছে।

টানা বৃষ্টির কারণে টেলিকম সেবা পেতে সমস্যা হওয়া গ্রাহকদের অনেকে নানাভাবে এ বিষয়ে বিরক্তিও প্রকাশ করেছেন।

আর.এস. হুসেইন

*

*

Related posts/