Maintance

২৪ ঘণ্টার মধ্যে সিটিসেলকে স্পেকট্রাম দেয়ার নির্দেশ

প্রকাশঃ ২:৫৮ অপরাহ্ন, জুলাই ২৫, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ন, জুলাই ২৬, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিটিসেলের বন্ধ করা স্পেকট্রাম ২৪ ঘণ্টার মধ্যে চালু করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এছাড়া স্পেকট্রাম বরাদ্দের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তও সংস্থাটিকে প্রত্যাহার করতে বলেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালত অবমাননার অভিযোগে সিটিসেলের এক আবেদনে ওই আদেশ দেয়া হয়।

এই শুনানিতে সিটিসেলের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিক ও রেজা-ই রাব্বী খন্দকার ছিলেন বিটিআরসির পক্ষে।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/