Maintance

ডিভাইস বেচতে শুরু করল বাংলালিংক

প্রকাশঃ ৫:০১ অপরাহ্ন, জুন ২৩, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ন, জুন ২৪, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল হ্যান্ডসেটসহ বিভিন্ন ডিভাইস বেচতে শুরু করেছে বাংলালিংক।  অপারেটরটি নিজেদের ই-শপে এসব স্মার্টফোন ও ইলেক্ট্রনিক্স গ্যাজেট বিক্রি করছে।

এর আগে ২০১৬ সালের আগস্টের দিকে সিম বেচতে এ ই-কমার্স প্লাটফর্ম চালু করে তারা।  অপারেটরটি তখন দেশে প্রথমবারের মতো ঘরে বসে সিম কেনার সুবিধা দিতে শুরু করে।

সেই সময় গ্রামীণফোন গেজেট বিষয়ক ‘জিপি শপ’ নামে একটি ই-কমার্স সাইট চালু করেছিল।

বাংলালিংক এখনও সেভাবে তাদের ই-শপটির কোনো নাম দেয়নি বা এটির প্রচার কার্যক্রমও শুরু করেনি। তবে তাদের শপে থাকা পণ্যসমূহ ইতোমধ্যে বিক্রি হতে শুরু করেছে।

বাংলালিংক হতে অর্ডারের পন্য নিয়ে গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছেন কয়েকটি কুরিয়ার সার্ভিস কোম্পানি।

বাংলালিংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ সেবা, অসংখ্য ব্র্র্যান্ড ও মডেলের ডিভাইস, আকর্ষণীয় অফার ও সুবিধাজনক মূল্য পরিশোধ সুবিধা মিলবে এই ই-কমার্স সাইটে। আর এ বিষয়ে খুব তাড়াতাড়িই তারা প্রচরণাও শুরু করবেন বলে জানান তিনি।

এই শপ থেকে ক্রেতারা নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন।

*

*

Related posts/