Maintance

মোবাইল যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়

প্রকাশঃ ৫:৪৫ অপরাহ্ন, জুন ১, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩২ অপরাহ্ন, জুন ১, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মোবাইল ফোন উৎপাদনে এবং মোবাইল যন্ত্রাংশ আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট তৈরিতে প্রয়োজনীয় সব রকমের যন্ত্রাংশে এই ছাড়ের প্রস্তাব করা হয়।

পূর্বে মোবাইলের অধিকাংশ যন্ত্রাংশে যেখানে ২৫ শতাংশ, কোনোটিতে  ১৫ বা ১০ শতাংশ ছিল তা কমিয়ে ১ শতাংশের কথা বলা হয়েছে।

তবে মোবাইল কাভার, স্ক্রিন পেপার, আইএমইআই লেবেল পেপার স্ক্রিন এবং লিথিয়াম ব্যাটারিতে ১০ শতাংশ করা হয়েছে। যা আগে ২৫ শতাংশ ছিল।

বাজেট প্রস্তাবে বলা হয়, তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগকে উৎসাহ প্রদানের জন্য সেলুলার ফোন উৎপাদনে ও সংযোজনে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে প্রজ্ঞাপনের মাধ্যমে শুল্ক রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা দেড়টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজের উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দেশে তথ্যপ্রযুক্তি ডিভাইস উৎপাদনে দীর্ঘ সময় ধরে অগ্রাধিকার ও সুবিধার দাবি জানিয়ে আসছিলেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।

টেকশহরডটকমকে তিনি জানান, এই শুল্ক ছাড়ের ফলাফল আগামী দুই-তিন বছরের মধ্যেই বাংলাদেশ পাবে। দেশকে আমদানিকারক হতে উৎপাদক দেশে পরিণত করতে এটি অনেক বড় সিদ্ধান্ত ও পাওয়া।

আল-আমীন দেওয়ান

 

*

*

Related posts/