Maintance

ব্রডব্যান্ড ইন্টারনেটের মানোন্নয়নে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা

প্রকাশঃ ৬:১৮ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৭

আল-আমীন দেওয়ান, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মানোন্নয়নে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা চাইছে সরকার। আর সে কর্মপরিকল্পনা অনুযায়ী জনগণকে নিরচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে উদ্যোগ নেয়া হবে।

ব্রডব্যান্ড সেবায় বর্তমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো খতিয়ে দেখে এগুলো কাটিয়ে উঠার পথ দেখাতে বলা হয়েছে এতে।

গত ২৭ মার্চ ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির সভায় সদস্যরা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা এবং ডটবিডি ও ডটবাংলা নিবন্ধনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আলোচনা করেন।

এ সময় বিটিসিএল প্রতিনিধি জানান, ডোমেইন অনলাইনে নিবন্ধন করা যায়।

broadband telecom_techshohor

এরপর টার্স্কফোর্স বিটিসিএলকে এক মাসের মধ্যে এসব বিষয়ে একটি কর্মপরিকল্পনা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে উপস্থাপন করতে বলে।

টাস্কফোর্সের ৭ম ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হতে সচিব শ্যামসুন্দর সিকদার এবং বিটিসিএলের এমডি মাহফুজ উদ্দিন আহমদ, পরিচালক মো: রুহুল কুদ্দুসসহ তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও ডোমেইন নিবন্ধন নিয়ে গ্রাহকরা প্রায়ই অভিযোগ করে থাকেন।

*

*

Related posts/