Maintance

বাড়ছে মোবাইল গ্রাহক, কমছে ইন্টারনেট ব্যবহারকারী

প্রকাশঃ ১০:৫৭ অপরাহ্ন, মার্চ ২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ অপরাহ্ন, মার্চ ২, ২০১৪

জামান আশরাফ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে প্রতি মাসে মোবাইল ফোনের গ্রাহক বাড়লেও বিস্ময়করভাবে কমছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তবে ওয়াইম্যাক্স ও ফিক্সড ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক প্রবৃদ্ধির বিপরীতে মোবাইল ফোনে ডেটা ব্যবহারের পরিমাণ কমে গেছে। থ্রিজি চালুর প্রেক্ষিতে এ তথ্যে বিস্মিত হয়েছেন টেলিকম বিশ্লেষকরা।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে পাওয়া গেছে এ তথ্য। এতে দেখা যায়, গত চার মাসে ১২ লাখ ইন্টারনেট গ্রাহক হারিয়েছে দেশ।

অক্টোবরের শেষে ইন্টারনেট গ্রাহক ছিল ৩ কোটি ৬৬ লাখ। আর জানুয়ারি শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৫ লাখ।

mobile call notification_techshohor

মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে যাওয়া প্রসঙ্গে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, ইন্টারনেট গ্রাহক কমে যাওয়া সত্যিই বিস্ময়ের। তবে অনেক সময় একই ব্যক্তি একাধিক সিম ব্যবহার করেন এবং প্রতিটিতেই ইন্টারনেট থাকতে পারে। এর মধ্যে কোনো সিম বন্ধ করা হলে তাতে গ্রাহক কমে না বলেও দাবি করেন তিনি।

রোববার বিটিআরসি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারির শেষে দেশে মোট কার্যকর আছে এমন মোবাইল সিমের সংখ্যা ১১ কোটি ৪৮ লাখ। ডিসেম্বরের শেষে এ সংখ্যা ছিল ১১ কোটি ৩৭ লাখ।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অক্টোবর-জানুয়ারি চার মাসে ওয়াইম্যাক্স এবং ফিক্সড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা।

সংশ্লিষ্টরা বলছেন, এটি খুবই অবাক হওয়ার মতো তথ্য। থ্রিজি চালু হওয়ার পর দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধির প্রত্যাশার বিপরীতে কমে যাওয়াতে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কেউ কেউ প্রকাশিত এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ পরিসংখ্যানের ওপর আস্থাহীনতার কথাও বলেছেন তারা।

অক্টোবরের শেষে মোট ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৩ কোটি ৬৬ লাখ। এর মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৫১ লাখ। জানুয়ারির শেষে এসে মোবাইল ইন্টারনেট ব্যবহাকারী কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লাখ জনে।

*

*

Related posts/