Maintance

জিপি অ্যাকসেলারেটরের তৃতীয় ব্যাচের আবেদন শুরু

প্রকাশঃ ৭:২৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৭, ২০১৭ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ন, ফেব্রুয়ারি ৭, ২০১৭

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোন এক্সেলারেটর প্রোগ্রামের তৃতীয় ব্যাচের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বাংলাদেশের স্টার্টআপগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার মত করে সাজানো হয়েছে জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রাম।দ্বিতীয় বছরের মত প্রোগ্রামটির অপারেটর পার্টনার হিসেবে রয়েছে এসডি এশিয়া।

মিনিমাম ভায়াবল প্রোডাক্ট(এমভিপি) নিয়ে জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রামে যেকোনো টেক স্টার্টআপই লিংকটিতে গিয়ে আবেদন করতে পারবে।

GP_accelerator_demo-techshohor
ফাইল ছবি

প্রোগ্রামটিতে অংশ নিতে হলে স্টার্টআপটির এমভিপি থাকতে হবে, সেই সাথে স্টার্টআপটির অন্তত দু’জন কো-ফাউন্ডার থাকতে হবে। যারা জিপিহাউজে ফুল টাইম কাজ করবে।

Symphony 2018

চার মাসের এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামের সময় জিপি হাউজে স্টার্টআপগুলোর জন্য ফ্রি অফিস স্পেস ছাড়াও সিড ফান্ডিং হিসেবে প্রায় ১১ লাখ টাকা দেয়া হবে। বিজনেস স্কেল আপের পাশাপাশি ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিতে ফিনান্সিয়াল মডেলিং করতেও সাহায্য করবে এই এক্সেলারেটর প্রোগ্রাম। প্রোগ্রামটি টেলিনর গ্রুপের একটি অংশ হওয়ায় শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও স্টার্টআপগুলো তাদের নিজেদের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবে।

ফেব্রুয়ারিতেই প্রোগ্রামটি শুরু করবে জিপি ও এসডি এশিয়া।

বিস্তারিত জানা যাবে ফেইসবুক পেইজ। অথবা ওয়েবসাইটে

ইমরান হোসেন মিলন

*

*