Maintance

বিনামূল্যের স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করলো জিপি

প্রকাশঃ ৬:০৮ অপরাহ্ন, জুন ৬, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ন, জুন ৬, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোন বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে। রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ রাজধানীর একটি হোটেলে সেবাটির উদ্বোধন করেন।

স্বাস্থ্য বিষয়ক তথ্য, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আর্থিক সুবিধাদানের  মাধ্যমে ‘ভালো থাকা’ অর্জন করতে সদস্যদের সহায়তা করবে বিনামূল্যের এই সেবা।

Tonic_launch-techshohor

গ্রামীণফোনের যেকোনো গ্রাহক ইউএসএসডি *৭৮৯# নাম্বারে ডায়াল করে অথবা www.mytonic.com এই ওয়েবসাইটে গিয়ে কিংবা ৭৮৯ নাম্বারে কল করার মাধ্যমে বিনাখরচে টনিকের সঙ্গে যুক্ত হতে পারবেন।

সদস্যপদ অব্যাহত রাখতে গ্রাহককে অবশ্যই তার গ্রামীণফোন সিম এর মাধ্যমে ফোন কল, এসএমএস অথবা ডাটা প্যাকেজ ব্যবহার করতে হবে। গ্রাহকরা বিনামূল্যে  ‘টনিক জীবন’, ‘টনিক ডিসকাউন্ট’ ও ‘টনিক ক্যাশ’ সুবিধা পাবেন।

শুধুমাত্র ‘টনিক ডাক্তার’ সেবা নেয়ার জন্য কল দেয়ার ক্ষেত্রে প্রতি মিনিটের খরচ পড়বে ভ্যাট ও অন্যান্য কর ছাড়া ৫ টাকা।

শামীম রাহমান

*

*

Related posts/