Maintance

দু’মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে সাড়ে ৮ লাখ

প্রকাশঃ ১২:০৩ অপরাহ্ন, জানুয়ারি ২৭, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ অপরাহ্ন, জানুয়ারি ২৭, ২০১৪

অনন্য ইসলাম, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : থ্রিজি চালু ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের বাড়ার পরিবর্তে উল্টো কমে গেছে। অবাক করা এ ঘটনা ঘটেছে সর্বশেষ দুই মাসে।

গেল বছরের নভেম্বর-ডিসেম্বরের পরিংখ্যান অনুযায়ী এ সময়ে দেশে মোবাইল ফোনে ইন্টারনেটের গ্রাহক কমেছে ৮ লাখ ৬৫ হাজার। তবে এ সময়ে মোট গ্রাহক কমেছে  ৮ লাখ ৫৮ হাজার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রোববার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

internet-mobile_techshohor

এদিকে ২০১৩ সালে মোবাইল ফোনের মোট গ্রাহক বেড়েছে ১ কোটি ৬৬ লাখ। বছরের শুরুতে গ্রাহক ছিল ৯ কোটি ৭২ লাখ। বছর শেষে তা দাঁড়িয়েছে ১১ কোটি ৩৮ লাখে।

২০১২ সালে গ্রাহক বেড়েছিল ১ কোটি ১৭ লাখ। এর আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি ৬৮ লাখ।

এদিকে শেষ দু’মাসে ইন্টারনেট গ্রাহক কমলেও সামগ্রিকভাবে গত বছরে প্রায় ৭০ লাখ গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে তথ্য জগতে প্রবেশ করেছে।

তথ্য অনুযায়ী, নভেম্বর-ডিসেম্বর সময়কালে ৫ হাজার ওয়াইম্যাক্স ও ১ হাজার ফিক্সড ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি না পেলে গ্রাহক কমার সংখ্যা আরও বাড়ত। এ সময়ে এ দুই খাতে গ্রাহক কিছুটা বৃদ্ধি পাওয়ায় মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ৮ লাখ ৫৮ হাজার।

অক্টোবরের শেষে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার। আর ডিসেম্বরের শেষে এসে তা দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লাখ ৪৯ হাজারে।

মোবাইল ইন্টারনেট গ্রাহক কমায় ডিসেম্বর শেষে মোট গ্রাহক দাঁড়িয়েছে ৩ কোটি ৫৮ লাখ। অক্টোবর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার।

Symphony 2018

শেষ দু’মাসে কমলেও এক বছরের হিসাবে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৮৫.৬৮ শতাংশ। ২০১২ সালের শেষে মোট ইন্টারনেট ব্যবহারকারী ছিল ২ কোটি ৮৮ লাখ।

এর আগে ২০১২ সালে দেশে ২৫ লাখ ৭০ হাজার নতুন ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়। তবে সবচেয়ে বেশি ১ কোটি ৪৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী যুক্ত হয়েছে ২০১১ সালে। এর আগের বছর প্রায় ৫০ লাখ নতুন গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়।

উচ্চ গতির থ্রিজি চালুর পর ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির পরিবর্তে মোবাইল ফোনে গ্রাহক কমে যাওয়ার পাশাপাশি সার্বিক এ নেতিবাচক অবস্থা দেশের ডিজিটালাইজেশনের পথে প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তবে এ বিষয়ে মোবাইল ফোন অপারেটরগুলো বলছে, আগে এক সময় একই গ্রাহক কয়েকটি সিমে ইন্টারনেট ব্যবহার করেছেন। কিন্তু কোনো কারণে গত দু’মাসে কিছু সিম বন্ধ হয়ে গেছে। শুধু এমন সংযোগই কমে গেছে। এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মনে করে অপারেটরগুলোর কর্মকর্তারা।

বছরওয়ারী ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি

সময়            গ্রাহক বৃদ্ধি (লাখ)

২০১৩          ৭০

২০১২           ২৫.৭০

২০১১           ১৪৫.১

২০১০          ৪৯.৫৭

২০০৯          ২৫.৪০

*

*

Related posts/