Maintance

সব বিভাগে গ্রামীণফোনের থ্রিজি

প্রকাশঃ ৪:০৪ অপরাহ্ন, ডিসেম্বর ৩০, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ন, ডিসেম্বর ৩০, ২০১৩

অনন্য ইসলাম, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের সব বিভাগীয় শহরে পৌঁছে গেছে গ্রামীণফোনের তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা। সোমবার উত্তরের শহর রংপুরে থ্রিজির আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রম শুরুর মাধ্যমে সকল বিভাগে দ্রুতগতির এ সেবা নিয়ে হাজির হলো অপারেটরটি।

সেপ্টেম্বরে লাইসেন্স পাওয়ার পর শীর্ষ মোবাইল অপারেটরটি ডিসেম্বরের মধ্যে সকল বিভাগীয় শহরে নতুন এ সার্ভিস নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

এর আগে ঢাকাও চট্টগামের পর সিলেট, রাজশাহী, খুলনা এবং গত সপ্তাহে বরিশাল হয়ে এ সপ্তাহে গ্রামীণফোন পৌঁছাল রংপুর শহরে। এর মধ্যে নারায়নগঞ্জ, গাজীপুর, বগুড়াসহ আরও কয়েকটি জেলাতেও থ্রিজি সেবা দিচ্ছে অপারেটরটি।

Rangpur_techshohor

সোমবার থ্রিজি চালু উপলক্ষে রংপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন থ্রিজি সেবা দেখানো হয়। পরে একটি র‍্যালি বের করা হয়।

রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এর বাইরে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গ্রামীণফোন সেপ্টেম্বরে থ্রিজি স্পেকট্রামের নিলামে অংশ নিয়ে ১০ মেগাহার্ডজ স্পেকট্রাম কেনে। তারপর ২৯ সেপ্টেম্বর ঢাকায় প্রথম অপারটর হিসেবে থ্রিজির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করে।

বর্তমানে প্রতিদিন অপারেরটিতে প্রায় পাঁচ হাজার গ্রাহক থ্রিজি সেবা নিচ্ছেন বলে জানা গেছে।

*

*

Related posts/