Maintance

তিন মাসে রবির মুনাফা বেড়েছে ৩০ কোটি টাকা

প্রকাশঃ ১০:১২ অপরাহ্ন, নভেম্বর ২৮, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ন, নভেম্বর ২৮, ২০১৩

অনন্য ইসলাম, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সর্বশেষ প্রান্তিকে মোবাইল ফোন অপারেটর রবির মুনাফা বেড়েছে ৩০ কোটি টাকা। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কর প্রদানের পর অপারেটরটি মুনাফা করেছে ১৪০ কোটি টাকা। মার্চ – জুন প্রান্তিকে এর পরিমাণ ছিল ১১০ কোটি টাকা।

রবির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাবউদ্দিন আহমেদ তৃতীয় প্রান্তিকের তথ্য তুলে উপস্থাপন করেন।

robi_techshohor

সিএফও জানান, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে আয় ১ শতাংশ বেড়েছে। তার মতে, তীব্র প্রতিযোগিতামূলক বাজারে কম মূল্যে কল সেবা দেওয়ায় আয় কিছুটা কম হয়েছে। সিম ট্যাক্স কমানোর ফলে লভ্যাংশ বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় রাজস্ব বৃদ্ধির হার কমেছে বলেও দাবি করেন তিনি।

৩.৫জি সেবা চালু প্রসঙ্গে সিএফও বলেন, প্রথমবারের মতো ইন্টারনেট ও নন-ভয়েস সেবা ব্যবহারের পরিমাণ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে অপারেটরটির গ্রাহক ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ফলে গত বছরের তুলনায় গ্রাহক হার বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বরের হিসাব অনুয়ায়ী অপারেটরটির সক্রিয় গ্রাহক সংখ্যা ২ কোটি ৪৮ লাখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত প্রান্তিকে কোম্পানিটি নতুন ১২২টি স্থানে নেটওয়ার্ক (বেজ স্টেশন) সম্প্রসারণ করেছে। ফলে দেশে স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০।

সংবাদ সম্মেলনে রবির ভারপ্রাপ্ত সিইও ও সিএইচআরও মতিউল ইসলাম নওশাদ, সিআরএলের ইভিপি মাহমুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

*

*

Related posts/