Maintance

এবারও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বিটিআরসি

প্রকাশঃ ৭:২৮ অপরাহ্ন, এপ্রিল ৯, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ পূর্বাহ্ন, এপ্রিল ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারও লক্ষ্যমাত্রার তুলনায় আয় বেশি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি।

২০১৬-১৭ সালে ৪ হাজার ৬০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটির সংগ্রহ ৪ হাজার ৬৬ কোটি ৪৮  লাখ টাকা।

যদিও লক্ষ্যমাত্রা ও আয়ে ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এটি কম। বছরটিতে ৪ হাজার একশত ৮১ কোটি ১০ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছিল ৪ হাজার দুইশত ৭ কেটি ৯৪ লাখ। হিসাব অনুয়ায়ী ওই বছরেও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সংস্থাটি।

Symphony 2018

তবে তারও আগে ২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার ধারে কাছেও যেতে পারেনি তারা। ওই বছর ৭ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছিল মাত্র ৪ হাজার দুইশত ১৯ কোটি ১৯ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছরে আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে, লাইসেন্স ফি ১৯৪ কোটি ৯ লাখ টাকা, রেভিনিউ শেয়ারিং ২ হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ, স্পেকট্রাম চার্জ ৯৪৯ কোটি ২৫ লাখ, লাইসেন্স এক্যুইজিশন ফি ৯৬ কোটি ৭২ লাখ, অ্যাপ্লিকেশন ও মূল্যায়ন ফি ২১ লাখ, প্রশাসনিক ও অবৈধ অপারেশনজনিত জরিমান ৪৮ লাখ, বিলম্ব ফি ৪৪ কোটি ৮৭ লাখ, মার্জার ফি ৯০ কোটি এবং অন্যান্য আয় ৮১ কোটি ৯৬ লাখ টাকা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির ২০১৬-১৭ বার্ষিক প্রতিবেদনে এই আয়ের হিসাব তুলে দেয়া হয়েছে।

প্রতিবেদনটি নয় মাস পর সোমবার বিকালে শুরু হওয়া দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে উঠছে।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/