Maintance

ডেটা হতে বাংলালিংকের আয় ৬৩০ কোটি টাকা

প্রকাশঃ ১:৫৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোট আয় কমে গেলেও ডেটা হতে ১৪০ কোটি টাকা আয় বেড়েছে বাংলালিংকের।

২০১৭ সালে ডেটা হতে বাংলালিংকের আয় ছিল ৬৩০ কোটি টাকা। এটি ২০১৬ সালে ছিল ৪৯০ কোটি টাকা।

অথচ অপারেটরটির মোট আয় কমে গেছে ২২০ কোটি টাকা।

২০১৭ সালে অপারেটটি মোট আয় করেছে চার হাজার ৬৫০ কোটি টাকা। আর ২০১৬ সালে এর পরিমাণ ছিল চার হাজার ৮৭০ কোটি টাকা। শতকরা হিসাবে এই আয় কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

Symphony 2018

অপারেটরটির মূল কোম্পানি ভিয়ন প্রকাশিত ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন হতে এসব তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে  অপারেটটির লাভ-লোকসানের বিষয়ে প্রতিবেদনে কিছুই উল্লেখ না করলেও ডেটার আয় বাড়ার পেছনে কারণ হিসেবে বলছে, দেশে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়া।

২০১৭ সালে অপারেটরটির কার্যকর গ্রাহকের সংখ্যা ৩ দশমিক ২০ শতাংশ বেড়ে তিন কোটি ২৩ লাখ হয়েছে। কিন্তু  গ্রাহক বাড়লেও গ্রাহকপ্রতি মাসিক আয় মাত্র ১১১ টাকায় নেমে আসার বিষয়টি মোট আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল-আমীন দেওয়ান

*

*

Related posts/