Maintance

ডোবায় মিলছে শতশত মোবাইল সিম

প্রকাশঃ ৪:২৩ অপরাহ্ন, এপ্রিল ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ন, এপ্রিল ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাছের বদলে ডোবা থেকে উঠে আসছে মোবাইল সিম। আর এ সিম তুলে আনতে ডোবা চষে বেড়াচ্ছে আবালবৃদ্ধবনিতা।

অদ্ভুত এই ঘটনা ঘটেছে দেশের জয়পুরহাটর জেলার আক্কেলপুর উপজেলার দক্ষিণ জিয়াপুর গ্রামে। গ্রামের মানুষজন সেই ডোবা থেকে মোবাইল ফোন কোম্পানিগুলোর শতশত সিম তুলেছেন।

Mobile sim on pond-TechShohor

Symphony 2018

গনমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়,শাক তুলতে যেয়ে ডোবাটিতে প্রথম সিম খুঁজে পায় সাত বছরের শিশু রিজভী। সেখানে পড়ে থাকা কিছু সিম কুড়িয়ে গ্রামে যায় সে। এরপর বন্ধুদের জানায় এ ঘটনা। এরপর শিশুদের সাথে বড়রাও সিমের সন্ধানে নেমে পড়ে ডোবায।

সাত বছরের শিশু এমরান জানায়, সে ৩৫টি সিম পেয়েছে। গৃহবধূ নাজমা পেয়েছেন ৩০০ সিম। এরপর যারা যারা সিম পেয়েছেন তারা তা বিক্রিও শুরু করেন। যা বিক্রি হয়েছে পাঁচ টাকা করে।

জানা যায়,সিমগুলো সবই ব্যবহার করা। গ্রামীণ, রবি, বাংলালিংক, টেলিটক সব ধরনের অপারেটরদেরই সিম রয়েছে এতে।

*

*

Related posts/