Maintance

গানের কথা পড়ার অ্যাপ মিনিলিরিক

প্রকাশঃ ১২:০৮ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৮ অপরাহ্ন, মার্চ ৯, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু সুর নয়, কথার টানেও প্রচুর গান শোনা হয়ে থাকে। অনেক সময় ছন্দময় সুরের কারণে ভিন্ন ভাষার গান শুনতেও ভালো লাগে। তবে অচেনা ভাষার গানের কথা বোঝা গেলে আরও ভালো হতো নিশ্চই। আবার কিছু ইংরেজি গান আছে যেগুলোর কথা বুঝতে সমস্যা হয়। এমন সমস্যার সমাধান দেবে মিনিলিরিক অ্যাপটি।

অ্যাপটি ব্যবহার করলে গান শোনার সঙ্গে লিরিক পড়া যাবে। সঙ্গীতপ্রেমীদের জন্য গানের অর্থ বোঝার কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। সিনেমা দেখার জন্য সাবটাইলেট যেমন কাহিনী বুঝতে সহায়তা করে, তেমনি এটি ব্যবহার করে গান শোনার সময় লিরিক পড়া যাবে।

minilyrics_techshohor

এক নজরে অ্যাপটির ফিচারগুলো

কোনো গান চলার সময় রিয়েল টাইম মনিটরে লিরিক প্রদর্শন করবে অ্যাপটি।

Symphony 2018

গানের নাম, শিল্পীর নাম ঠিক থাকলে অ্যাপ্লিকেশনটি নিজে থেকেই ইন্টারনেট ডাটাবেজ থেকে লিরিক নামিয়ে নেবে।

ব্যবহারকারীরা চাইলে যে কোনো গানের লিরিক সার্চ করে নামিয়ে নিতে পারবেন।

ডাউনলোডের সময় লিরিকগুলো রেটিং অনুসারে সাজিয়ে প্রদর্শন করবে। ফলে সহজে ভালো মানের লিরিক বাছাই করে নেওয়া যাবে অ্যাপটির মাধ্যমে।

অ্যাপটির ইউজার ইন্টারফেস দেখতে সুন্দর এবং আকর্ষণীয়। রয়েছে বিভিন্ন সুন্দর থিম।

এটির ডেক্সটপ এবং স্মার্টফোন উভয় ধরণের সংস্করণ পাওয়া যায়।

উইন্ডোজ ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে এটি ডাউনলোড করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।

*

*

Related posts/