Maintance

পেনড্রাইভ বিষয়ক জিজ্ঞাসা ও সমাধান

প্রকাশঃ ১০:০২ অপরাহ্ন, মার্চ ৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ অপরাহ্ন, মার্চ ৮, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সহজে ডেটা স্থানান্তরে এখনও বহুল ব্যবহৃত হচ্ছে ফ্ল্যাশড্রাইভ কিংবা পেনড্রাইভ। প্রযুক্তির উ্ন্নয়নে মোবাইল এসব ডিভাইসের নানান উন্নয়ন হচ্ছে। স্টোরেজ ক্ষমতা এবং ডাটা ট্রান্সফার গতি বৃদ্ধি পাওয়ায় তারবিহীন ইন্টারনেটের যুগেও এসব ডিভাইসের ব্যবহার কমছে না। বরং কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে এটি প্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত হয়েছে। এ কারণে পেনড্রাইভ নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন জানতে চান।

ফ্রিকোয়েন্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের (এফএকিউ) পেনড্রাইভ ব্যবহারের নিয়ম কানুনসহ ভাইরাস বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন রকমের এসব জ্ঞিজ্ঞাসার সমাধান নিয়ে এ প্রতিবেদন।

pendrive_techshohor

পেনড্রাইভ ব্যবহারের কিছু সর্তকতা অবলম্বন করলে পেনড্রাইভটি স্থায়িত্ব বাড়বে এবং ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পায়।
১. খুব বেশি প্রয়োজন না হলে বার বার পেনড্রাইভ ফরম্যাট দেওয়া উচিত নয়। বিনা কারণে ফরম্যাট করলে ধীরে ধীরে পেনড্রইভের কার্যক্ষমতা কমে যায়।
২. পেনড্রাইভ কখনো সরাসরি ওপেন না করে মাই কম্পিউটারের এড্রেসবারে গিয়ে পেনড্রাইভটি ওপেন করা উচিত।
৩. পেনড্রাইভ সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটির আক্রমণ থেকে রক্ষা পেতে পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন। তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।
৪. পেনড্রাইভটি টান দিয়ে খোলার আগে কম্পিউটার থেকে পেনড্রাইভটি ক্লোজ করে নেওয়া উচিত।

*

*

Related posts/