Maintance

সিনেমার তথ্য জানাবে অ্যান্ড্রয়েডের মুভিসবুক

প্রকাশঃ ২:৫৬ অপরাহ্ন, মার্চ ৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ন, মার্চ ৪, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হঠাৎ করে চোখ আটকে গেল টেলিভিশনে। একটি দারুণ সিনেমা চলছে। মাঝখান থেকেই দেখা শুরু করলেন। শেষ জানতে ইচ্ছে হলো সিনেমাটির টুকিটাকি। এমন পরিস্থিতির সহজ সমাধান নিয়ে এসেছে অ্যান্ড্রয়েডের মুভিসবুক নামের অ্যাপটি।

অ্যাপটিতে সিনেমার বিস্তারিত তথ্য সুন্দর করে সাজানো আছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে মুভির রেটিংসহ সব তথ্য জানা যাবে এটির মাধ্যমে।

MoviesBook_techshohor

এক নজরে অ্যাপের ফিচারগুলো
১. অ্যাপটিতে রয়েছে সার্চ অপশন। ফলে বিশাল সিনেমার কালেকেশন থেকে যে কোনো মুভি সহজে সার্চ করে পাওয়া যাবে।
২. সিনেমার তালিকা নাম, রেটিংসহ বিভিন্ন গ্রুপে বাছাই করে রাখা যাবে।
৩. যে সিনেমার তথ্য জানতে আগ্রহী সেটিতে ক্লিক করলে একে একে সব তথ্য দেখতে পাওয়া যাবে।

Symphony 2018

moviesbook_techshohor

৪. অ্যাপের সেটিংসে রয়েছে ইউজার ইন্টারফেস পরিবর্তন করার অপশন। নিজের পছন্দমত ইন্টারফেস বাছাই করা যাবে।

৫. সিনেমার নামের ওপর ক্লিক করলে পোস্টার দেখার অপশন রয়েছে।

মুভিসবুক অ্যাপটির রয়েছে দুটির সংস্করণ। ফ্রি সংস্করণটি ডাউনলোড করা যাবে এবং পেইড সংস্করণটি ১.৩৬ ডলার মূল্যে কিনতে হবে। ফ্রি সংস্করণে অনেক কাজ চললেও কিছু সুবিধা কম রয়েছে। ফ্রি সংস্করণটি এখান থেকে ডাউনলোড করা যাবে।

*

*

Related posts/