Maintance

স্মার্টফোনে 'নামাজ শিক্ষা' অ্যাপ

প্রকাশঃ ১:১৪ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়ছে স্মার্টফোন ব্যবহার। মুহূতেই অনেক কাজ করে ফেলা যায় নতুন প্রযুক্তির এ ফোনের সাহায্যে। বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার অনেক জটিল ও দূরহ বিষয়কেও সজহ করেছে। এরই ধারাবাহিকতায় তৈরি হয়েছে শিক্ষামূলক বিভিন্ন অ্যাপস। তেমনি একটি অ্যাপ নামাজ শিক্ষা।

মুসলিম ধর্মের এ অত্যাবশ্যকীয় ইবাদত প্রতিপালনের বিষয় স্মার্টফোনের মাধ্যমে শেখাতে বাংলা অ্যাপটি তৈরি করা হয়েছে। নামাজ পড়ার নিয়মকানুন, নামাজের সময়, বিভিন্ন সূরা এবং দোয়া সম্পর্কে এতে তুলে ধরা হয়েছে।

app_techshohor

Symphony 2018

এক নজরে অ্যাপটির ফিচারগুলো
১. পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী দেওয়া আছে।
২. নামাজের সময়ের ফরজগুলো সর্ম্পকে দেওয়া আছে।

namaj-shikkha_techshohor

৩. অজুর নিয়মাবলী দেয়া আছে।
৪. নামাজে সময় পড়তে হয় এমন দোয়াগুলোর আরবী উচ্চারণসহ বাংলায় অর্থ দেওয়া আছে। ফলে আরবী না জানলেও বাংলা অর্থ বোঝা যাবে।
৫. এতে রয়েছে বিভিন্ন নামাজের বর্ণনা এবং নামাজ পড়ার নিয়ামাবলী।

বিনামূল্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

*

*

Related posts/