Maintance

গ্যালাক্সি এসফাইভের হোমস্কিনের ছবি ফাঁস

প্রকাশঃ ১:৫৫ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি এসফাইভ চলতি বছরে বাজারে আসবে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক মাধ্যমে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রতিনিয়ত ফাঁস হচ্ছে নতুন এ ফোনের তথ্য। এবার জানা গেল ফোনটির হোমস্ক্রিন কেমন হবে।

নতুন সব স্মার্টফোনের তথ্য ফাঁস করার জন্য বিখ্যাত টুইটার একাউন্ট ইভলিকস। হোমস্ক্রিনের ছবিটিও এক পোস্টের মাধ্যমে শেয়ার করে তারা।

galaxy-s5-home_techshohor

ফাঁস হওয়া হোমস্ক্রিনের ছবিতে দেখা যায়, এটি মূলত কার্ডভিত্তিক ডিজাইনে তৈরি। এতে ব্যবহারকারীদের বিভিন্ন অনলাইন অর্ডার, স্পোর্টস আপডেট, ফ্লাইটের সময়সূচী, সোশ্যাল কনটাক্ট, কনসার্ট, অ্যাপয়েন্টমেন্ট প্রভৃতি দেখা যাবে।

গ্যালাক্সি এসফাইভের ইউজার ইন্টারফেস দেখতে অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ এর মতো। প্রদর্শিত ডিজাইনটি অনেকটা গুগল নাউয়ের কার্ড নির্ভর ইউআই’ এর মতো।

Symphony 2018

পূর্বে এসফাইভের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তাতে দেখা যায় এতে আইফোনের ফিঙ্গার প্রিন্টের সাথে পাল্লা দিতে যোগ করা হচ্ছে আই স্ক্যানার প্রযুক্তি। ব্যবহার করা হবে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪-বিট প্রসেসর।

সম্প্রতি ব্যবসা সাময়িকী ব্লুমবার্গে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসাংয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং হি জানায়, নতুন ফোনটি চলতি বছর এপ্রিলে বাজারে ছাড়া হবে।

ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষদিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটি দেখানো হতে পারে।

ইভলিকসের অনেক ফাঁস করা তথ্য পরবর্তীতে মিলে যেতে দেখা গেছে। এখন অপেক্ষার পাল্লা এসফাইভের ফাঁস করা ছবিটি মেলে কি না, তা দেখার?

– পিসিম্যাগ অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/