Maintance

ক্রোম ব্রাউজার থেকে পিডিএফ আকারে তথ্য সংরক্ষণ

প্রকাশঃ ৯:৫৭ পূর্বাহ্ন, জানুয়ারি ৭, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ পূর্বাহ্ন, জানুয়ারি ৭, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট জগত এক বিশাল তথ্য ভান্ডার। রয়েছে অগণিত তথ্য। প্রয়োজনের সময় নানা তথ্য খুঁজি এবং পড়ি। মাঝে মাঝে সেই তথ্য সংরক্ষণের প্রয়োজন পড়ে। সেসব তথ্য সেভ করে রাখার রয়েছে অনেক উপায়। কিন্তু তা সঠিকভাবে এবং কম সময়ে যদি করা যায় তাহলে বেশ উপকার হয় ব্যবহারকারীদের।

ক্রোম ব্রাউজার থেকে পিডিএফ আকারে কোনো তথ্য সংরক্ষণ করা যায় কম সময়ে। এ টিউটোরিয়ালে কেমন করে দ্রুত এবং কম সময়ে ক্রোম ব্রাউজার থেকে তথ্য পিডিএফ আকারে সংরক্ষণ করা যায় তা তুলে ধরা হলো।

প্রথম যে ওয়েবসাইট থেকে তথ্য সংরক্ষণ করা হবে সেটিতে যেতে হবে।

এরপর কিবোর্ড থেকে Ctrl+p প্রেস করতে হবে।

এরপর নতুন একটি পেইজ আসবে যেখানে থেকে ‘Change’ এ ক্লিক করতে হবে।

pdf save_techshohor

Symphony 2018

 

এরপর কয়েকটি অপশন আসবে। যেখান থেকে ‘Save as pdf’ ক্লিক করতে হবে।

pdfsave_techshohor
তারপর ‘Save’ ক্লিক করতে হবে।

pdfsave_techshohor

এরপর পছন্দমত  ড্রাইভে তা সংরক্ষণ  করতে হবে।

pdfsave_techshohor

তাহলে আপনার তথ্য সেইভ হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। এভাবে অনেক বেশি তথ্য সংরক্ষণ করা যাবে।

*

*

Related posts/