Maintance

চার মাসে সফটওয়্যার থেকে আয় ৩ কোটি ৬৭ লাখ ডলার

প্রকাশঃ ১:১১ অপরাহ্ন, ডিসেম্বর ২৪, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ অপরাহ্ন, ডিসেম্বর ২৪, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি অর্থবছরের প্রথম চার মাসে ( জুলাই-অক্টোবর) সফটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৩ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাসওয়ারী রফতানি আয়ের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি সংস্থাটি সম্প্রতি অন্যসব খাতের নভেম্বর পর্যন্ত রপ্তানির তথ্য প্রকাশ করলেও সফটওয়্যার রফতানির তথ্যের ক্ষেত্রে এক মাস পিছিয়ে রয়েছে।

Softwer export Visual- TechShohor

অক্টোবর পর্যন্ত চার মাসে সফটওয়্যার থেকে আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ সময়ে ৪ কোটি ৮৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে এক কোটি ডলারের বেশি।

Symphony 2018

চলতি ২০১৩-১৪ অর্থবছরের মোট আয়ের লক্ষ্য ধরা হয়েছে ১৫ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ডলার।

গত ২০১২-১৩ অর্থবছর শেষে আয় দাঁড়িয়েছিল ১০ কোটি ১৬ লাখ ডলার। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল সাড়ে আট কোটি ডলার।

সরকার ও সফটওয়্যার উদ্যোক্তাদের সংগঠন বেসিস এ খাত থেকে আয় বাড়ানোর কথা বলছে। এ জন্য বিভিন্ন উদ্যোগও নেওয়ার কথাও জানিয়েছে তারা। বেসিসের লক্ষ্য ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করা।

–     অনন্য ইসলাম

 

*

*

Related posts/