Maintance

বয়স তের হলেই লিংকডইনে

প্রকাশঃ ৩:২০ অপরাহ্ন, আগস্ট ২১, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ন, আগস্ট ২১, ২০১৩

নিবন্ধনের বয়সসীমা কমানো হল পেশাজীবিদের জন্য বিশেষায়ীত সামাজিক যোগাযোগের সাইট লিংকডইনে। এতদিন ১৮ বছর থাকলেও নিবন্ধনের

linkedin inner

বয়সসীমা কমিয়ে অধিকাংশ দেশের ক্ষেত্রে ১৩ করা হয়েছে। তবে কয়েকটি দেশের শিশুদের জন্য এ সীমা ১৪ এবং ১৬ বছর। শুধু চীনের জন্য আগের নিয়ম অর্থাত্ ১৮ বছরই থাকছে। ১২ সেপ্টেম্বর থেকে এ সুবিধা চালু হবে। নতুন সুবিধা ‘ইউনিভার্সিটি পেইজ’ চালুর একদিন পর সোমবার এ ঘোষণা দিল লিংকডইন।

শিশুদের নিরাপত্তার কারণে তাদের প্রোফাইলগুলো ডিফল্ট সেটিংস আকারে সাইটটিতে প্রদর্শণ করা হবে। পেশাজীবিদের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দিতে এ সদ্ধিান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লিংকডইন।

জানা গেছে, ‘ইউনিভার্সিটি পেইজ’ চালুর পর এরই মধ্যে প্রায় ২০০ বিশ্ববিদ্যালয় লিংকডইনে পেইজ খুলেছে। এতে বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ সহজ হয়েছে।

*

*